Trinamool Congress wrote a letter against National Commission for Women Chairman Rekha Sharma.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি ইস্যুতে চিঠি পাল্টা চিঠি চলছেই। একদিন আগেই সন্দেশখালিতে নির্যাতিতাদের ওপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা চাপ তৈরি করছে অভিযোগ তুলে নেওয়া, এই দাবি করেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। এরই মধ্যে পাল্টা তাঁর বিরুদ্ধেই চিঠি দিল তৃণমূল কংগ্রেস। সেখানে অবশ্য অভিযোগ আরও বেশি ভয়ঙ্কর। এমনিতেই সন্দেশখালিকাণ্ডে পরপর দুটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এখন অনেক স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এবার তাঁরা সরাসরি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগে সামিল হলেন। রেখা শর্মা এবং বিজেপি আঞ্চলিক এক নেত্রী পিয়ালি দাস এলাকার মহিলাদের ভুল বুঝিয়েছেন। একই সঙ্গে যড়যন্ত্র করে সন্দেশখালির মহিলাদের জড়িয়েছেন, এই দাবি তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশেও অভিযোগ জানানো হচ্ছে বলে খবর।