In Bengal, the least number of votes were cast in North and South Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের সপ্তম দফায় বাংলায় ভোট পড়ল বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৭০ শতাংশ। এর মধ্যে সব থেকে বেশি ভোট পড়ল সন্দেশখালী থাকা কেন্দ্র বসিরহাটে। সেখানে ভোট পড়ল ৭৬.৫৬ শতাংশ, চূড়ান্ত শতাংশ আসলে তা প্রায় ৮০-র কাছাকাছি চলে যেতে চলেছে। মথুরাপুর রয়েছে বাংলার মধ্যে দ্বিতীয় স্থানে, সেখানে ভোট পড়ল ৭৪.১৩ শতাংশ। তৃতীয় জয়নগর, সেখানে ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ৭৩.৪৪ শতাংশ। বারাসতে ভোট পড়ল ৭১.৮০ শতাংশ। ডায়মন্ড হারবারেও ৭২.৮৭ শতাংশ ভোট পড়েছে। তুলনায় দেখা গেলে, কলকাতার দুই আসনে কম ভোটদান করেছে জনতা। যাদবপুরে ভোটের শতাংশ ৭০.৪১। কলকাতা উত্তরে ৫৯.২৩ এবং কলকাতা দক্ষিণে ভোট পড়েছে মাত্র ৬০.৮৮ শতাংশ। ৪ জুন জানা যাবে, দেশের রাজনীতির ভবিষ্যৎ কার হাতে থাকবে।