SSC building besieged to demand return of eligible jobs,Left student organization – police clash
‘দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যোগ্যদের চাকরি সম্মানের সাথে ফেরানো সহ দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে এবং যারা চাকরি দিয়েছে তাদের শাস্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে শনিবার করুণাময়ীতে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি বাম-ছাত্র যুব সংগঠন এবং এবিটিএ। মীনাক্ষী মুখার্জি, হিমগ্নরাজ ভট্টাচার্য, সপ্তর্ষি দেব, দেবাঞ্জন দে‘রা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দাবদাহকে উপেক্ষা করেই যোগ্য চাকরি প্রার্থীরা এবং যোগ্য চাকরিজীবীরা সেই মিছিলে যোগ দেন। করুণাময়ী পৌঁছনোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশি বাধা পেয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কথা কাটাকাটি পরে ধস্তাধস্তি শুরু হয়। শেষে পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের খণ্ডযুদ্ধ শুরু হয়। আর তার জেরে রণক্ষেত্র করুণাময়ী।এই ঘটনায় নেতৃত্ব সহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রশিদের বেঞ্চ এই রায় দিয়েছেন সোমবার। যাদের চাকরি বাতিল করা হলো তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী একমাসের মধ্যে সেই টাকা তাদের ১২ শতাংশ সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই রায়ের পর যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতেই রাস্তায় নেমে পড়েছে বাম ছাত্র সংগঠনগুলি।