On the call of Left Front, the march took place from Kolkata’s Dharmatala to Park Circus
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য বামফ্রন্টের ডাকে শনিবার বিকেলে ধর্মতলা লেনিন মূর্তি থেকে মিছিল শুরু হয়, শেষ হয় পার্ক সার্কাস পর্যন্ত। বামফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দরা মিছিলের প্রথম সারিতে ছিলেন। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করার আহ্বানে বামফ্রন্টের এই মিছিল।
এদিন মিছিলে স্লোগান ‘বাংলা বাঁচাও-দেশ বাঁচাও’। এই মিছিলের দাবি ছিল – গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা রক্ষা করুন। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের নামে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। অসাংবিধানিক নির্বাচনী বন্ডের মাধ্যমে বেআইনি টাকা লেনদেন গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই টাকা বাজেয়াপ্ত করতে হবে। সংসদে জনতার আওয়াজ জোরালো করতে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করতে হবে।