Contempt of Court charges, Vikas Ranjan and Kausthav move on against Chief Minister
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আদালতের বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চাইলেন আইনজীবী তথা সিপিআইএমের নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন আরো কয়েকজন আইনজীবী। তারা প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা নম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও মামলা করার আবেদন জানান। বিকাশবাবু বলেন, আদালতকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তাতে এখনই যদি পদক্ষেপ করা না হয়, তাহলে পরে সাধারণ মানুষ হাসাহাসি করবে। আদালত বিক্রি হয়ে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন আদালতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। গোটা হাইকোর্ট নাকি হয়ে বিক্রি হয়ে গেছে ‘। এই নিয়ে মামলা গ্রহণ করেছে আদালত। তবে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না আদালত।