Every woman in the country will be a millionaire! The number will increase to 3 crore, the new target announced by the finance minister
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বাজেটের আগে বেশ কিছু জনসভায় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরেছেন, তাতে ধারণা হয়েছিল যে বাজেটে মহিলাদের জন্য বড়সড় কোনও ঘোষণা করা হবে। কিন্তু নির্মলা সীতারমণের অন্তর্বর্তী বাজেটে মহিলাদের জন্য বিরাট ঘোষণা সেভাবে নেই। রয়েছে একটি প্রতিশ্রুতি। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, দেশে ‘লাখপতি দিদি’ তৈরির যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়েছিলেন, সেটা আরও বাড়িয়ে দেওয়া হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন বাজেট পেশ করার সময় ঘোষণা করলেন, ইতিমধ্যেই দেশের স্বনির্ভর গোষ্ঠীগুলির ১ কোটি মহিলাকে লাখপতি বানিয়েছে মোদি সরকার। আগামী দিনে আরও ২ কোটি মহিলাকে লাখপতি করা হবে। আগে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো। এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হবে ৩ কোটি। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, দ্রুত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় ২ কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন। ওই মহিলাদের ‘লাখপতি দিদি’ নামও দেন তিনি। টার্গেট ছিল পাঁচ বছরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে লাখপতি বানানো।