Kunal Ghosh threw an open challenge to Mithun Chakraborty! In Mithun’s response on women abuse, Kunal’s counter question
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে যান মিঠুন চক্রবর্তী। সুকান্তকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সন্দেশখালি সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিঠুন। সন্দেশখালির নির্যাতন নিয়ে এদিন মিঠুন বলেন, সন্দেশখালির মহিলাদের সঙ্গে যদি এইরকম ব্যবহার হয়ে থাকে তাহলে তার থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। রাজনীতির লড়াই হোক। কিন্তু মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যাতে পুনরায় না ঘটে সেদিকে রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা উচিত।
তারপরেই মিঠুন চক্রবর্তীর এই কথার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,- “মিঠুন চক্রবর্তী সন্দেশখালি এবং সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন।“ “আমি ওনাকে প্রশ্ন করতে চায়,- আপনি নারী নির্যাতন নিয়ে ভয়াবহতার কথা বলছেন, তাহলে আপনার বাড়িতে আপনার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ ছিল, সেটা কি নিয়ে ছিল মিঠুনদা?”
কুণাল ঘোষ আরও বলেন,-“মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বেসেডর ছিলেন। চিটফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছেন। কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না? “ “মিঠুন চক্রবর্তী সারদার বেনিফিশিয়ারি। যতদিন রাজ্য সরকারে ও শ্যামল সেন কমিশনের হাতে ছিল, ততদিন তিনি টাকা ফেরত দেননি।“ “যখন সিবিআই ও ইডির হাতে গেছে তখন বাঁচতে টাকা ফেরত দিয়েছেন। তারপর বিজেপির জুতো পালিশ করতে গেছে। এই মিঠুন চক্রবর্তীর বড়ো বড়ো কথা।“
“অভিনেতা মিঠুন নিশ্চিত ভাবে শ্রদ্ধার।“ “কিন্তু রাজনৈতিক মিঠুন চক্রবর্তী হলেন, সুবিধাবাদী মিঠুন, দলবদলু মিঠুন, ধান্দাবাজ মিঠুন।“ “আপনার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে কে অভিযোগ করেছিল? কি অভিযোগ করেছিল? সন্দেশখালি নিয়ে কুৎসা করার আগে এইসব প্রশ্নের উত্তর দিন।“ মিঠুনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কুণাল,”যে ক্ষমতা থাকলে প্রকাশ্যে উত্তর দিন।“ “তারপর সন্দেশখালি নিয়ে কথা বলবেন।“