Kunal Ghosh meets AG in High Court to resolve recruitment issues
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : এসএসসি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে আইনি জটিলতা কাটাতে সোমবার রাজ্যে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ। কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে দেখা নিয়োগ সংক্রান্ত মামলাগুলি কি অবস্থায় রয়েছে, সেটাই মূলত জানতে যেদিন আদালতে আসেন কুনাল ঘোষ। মামলার পর মামলার জটিলতায় এস এল এস টি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া দিনের পর দিন আটকে রয়েছে। হতাশাযর চাকরিপ্রার্থীরা অ্যাডভোকেট জেনারেল এবং কুনাল ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশনও দিয়েছেন। এডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে এস এম এস টি চাকরিপ্রার্থীদের বক্তব্য এবং একইসঙ্গে শাসকদলের মনোভাব ২ অ্যাডভোকেট জেনারেলকে বিবৃত করেন কুনাল ঘোষ। কুনাল ঘোষের সাফ কথা ” যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা একের পর এক মামলা করে নিয়োগ প্রক্রিয়াকে জটিল গড়ে তুলেছেন। কিভাবে এই আইনের জটিলতা কাটানো যায় সে নিয়েই কথা বলেছি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে।