Trinamool spokesperson, relieved Kunal acquitted in Sarada case
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ২০১৩ সালে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা মামলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে এমপি এমএলএ বিশেষ আদালত। দীর্ঘ শুনানির পর অবশেষে বৃহস্পতিবার এই মামলাটিতে জয় পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সারদার আরও একটি মামলায় স্বস্তি পেলেন তিনি। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলেই রায় দেয় আদালত।এদিন অবশ্য নিজের দোষ স্বীকার করে নেন একদা সারদার মালিক সুদীপ্ত সেন। ৪০৬ (প্রতারণা) ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর। যেহেতু সুদীপ্ত সেন তার বেশি সময় জেলবন্দি ছিলেন। তাই তাঁর গিলটি পিটিশন গ্রহণ করে, ও মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক। উল্লেখ্য, ২০২২ সালে সারদার আর একটি মামলায় স্বস্তি পান কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের সিট প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। সেই মামলা খারিজ করে দেয় এমপি এমএলএ আদালত।