Kunal returned to the list of star campaigners of Trinamool in the last round of campaigning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অপসারণ’ বিতর্কের পর ধীরে ধীরে তৃণমূলে স্বমহিমায় ফিরছেন কুণাল ঘোষ। বাদ পড়ার পর আবারও তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় জায়গা করে নিলেন তিনি।
সপ্তম দফার জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৪০ জন তারকা প্রচারকের নাম রয়েছে। এবার সেই তালিকাতেই নাম যোগ হয়েছে কুণাল ঘোষের। তালিকায় ৩৫ নম্বরে নাম রয়েছে তাঁর।
আগে পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটে তারকা প্রচারকদের তালিকা থেকে নাম বাদ পড়েছিল কুণাল ঘোষের। শেষ দফার ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল।