After the meeting, Kunal said, I have repeatedly said that I was, am, and will be in the Trinamool Congress.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে কুণাল ঘোষকে নিয়েই শুরু হল তৃণমূলের জরুরি বৈঠক। ডেরেক ও ব্রায়েনের বাড়িতেই সেই বৈঠক বসেছে বলে সূত্রের খবর। বৈঠক শেষে বেরিয়ে কুণাল বললেন, “আমি বারবার বলে এসেছি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, একটি কর্মসূচিতে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। সেই মঞ্চে দাঁড়িয়ে তাপসের ‘প্রশংসা’ করেন কুণাল। এরপর অর্থাৎ গত বুধবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারান তিনি। ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তাঁকে।দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিভিন্ন সময় বিস্ফোরক হতে দেখা গিয়েছে এই তৃণমূল নেতাকে।
এরপর আজ শনিবার বৈঠকের পর হাসিমুখে বের হন কুণালঘোষ। তিনি বলেন,বারবার বলে এসেছি আমার পদ থাক বা না থাক তৃণমূলের কর্মী সমর্থক হয়েই থাকব।বৈঠক শেষে বেরিয়ে আবারও গান ধরলেন কুণাল। এবার হাসিমুখে গাইলেন, আহা কী আনন্দ আকাশে বাতাসে…