The state government came to know about the teacher corruption case long ago, claimed Kunal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের পরই দলের বিরুদ্ধের একের পর এক তোপ দাগলেন কুণাল ঘোষ। শিক্ষক দুর্নীতিকাণ্ডের বিষয় রাজ্য সরকার অনেক আগেই জানতে পেরেছিল, দাবি করেছেন কুণাল। শুধু তাই নয়, এই দুর্নীতিকাণ্ডের সঙ্গেই জড়িত এক মন্ত্রী এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন সদ্য অপসারিত রাজ্য সম্পাদক। চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছে দেখেও তাঁদের পাশে না দাঁড়ানোর সিদ্ধান্তও ঠিক নয়, মত কুণালের। আন্তরিকতার সঙ্গে তাঁদের সঙ্গে কথা বলা উচিত ছিল, বলছেন উত্তর কলকাতার এই নেতা। যদিও তিনি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছুই বলেননি। তাঁর সব বক্তব্যই অন্যান্য নেতাদের নিয়ে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ের প্রশংসা করতেই তাঁকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে ছেটে ফেলে তৃণমূল কংগ্রেস।