Kunal’s name was removed from the list ofTrinamool’s star campaigners
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ খোয়াতে হলো তাঁকে। বৃহস্পতিবার তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল ঘোষের নাম। তৃণমূল পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ হয়, তাতে নাম নেই কুণালের।
বৃহস্পতিবার তৃণমূলের পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। দলের শীর্ষস্তরের নেতাদের নাম যেমন রয়েছে তেমনই আবার দেব, সোহম, সায়ন্তিকা সহ আরও তারকারাও রয়েছেন সেই তালিকায়। তবে তাতে একমাত্র বাদ গিয়েছে কুণাল ঘোষের নাম। অথচ এর আগে তারকা প্রচারকের তালিকায় ছিলেন তিনি। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে চান না কুণাল। তিনি বলেন, শুভেন্দুকে চোর বলতে যাঁদের পাঁচবার ভাবতে হয় তাঁরা তারকা হলে ভালো। আমার কোন আফশোস নেই। গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গেলাম।
উল্লেখ্য, বুধবারই আমহার্স্ট স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। ঘটনাচক্রে সেই মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে বলে দেওয়া হয়, কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে।