Park Street incident repeat! The singer of the bar was taken away and raped, ordered to police custody
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। রাতের নির্জনতার সুযোগ নিয়ে পানশালার গায়িকাকে ধর্ষণ। যদিও নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আগেই গ্রেফতার করেছে। নির্যাতিতা কলকাতা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করে জানিয়েছেন ধৃত ব্যক্তির নাম তৌসিফ আলি। ওই পানশালার কাছেই তার একটি চায়ের দোকান রয়েছে। হেয়ার স্ট্রিট এলাকার ডেকার্স লেনে ওই পানশালাটিতে কাজ করেন গায়িকা। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই পানশালায় মদ্যপান করার সময় গায়িকার গান শুনত। সেই সূত্র ধরেই ওই যুবতীর সঙ্গে ব্যক্তিটির পরিচয় হয়। গত সোমবার রাতে পানশালা বন্ধ হওয়ার পর ওই যুবক যুবতীকে ঘোরাঘুরির পর তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হন যুবতীও। নির্যাতিতার অভিযোগ, তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ায়। তাঁকে গঙ্গার ধারে নিয়ে যায় ওই যুবক। স্ট্র্যান্ড রোডের একটি জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে জোর করে নামানো হয়। তার পরেই তাকে একাকীত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ তদন্ত করছে। যে গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে যুবতীর অভিযোগ জ্ঞান ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। বুঝতে পারেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। তিনি কোনওমতে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তখনকর মতো তৌসিফের সন্ধান পায়নি। যদিও পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে যে, মঙ্গলবার রাতে ফের যুবক ওই পানশালায় মদ্যপান করতে আসতে পারে। সে পানশালায় আসামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে।