Kolkata Municipality is going to launch an app system to stop illegal construction
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার পর নড়েচড়ে বসেছেন পুর কর্তৃপকক্ষ। পুরসভা সূত্রে খবর, বুধবার একটি বৈঠক করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকেই একটি অ্যাপ ব্যবস্থার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও ছবি তুলে ওই অ্যাপে আপলোড করা হবে।বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের ওই অ্যাপেও যুক্ত করা হবে। তাঁদের রাস্তায় ঘুরে বেআইনি নির্মাণের খোঁজ চালাতে হবে। কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে কি না তা নজরে এলে ওই অ্যাপে নথিভুক্ত করতে হবে। সেই নোটিস বিল্ডিং বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এবং পুর-কমিশনারের কাছে পৌঁছবে। পুর-কমিশনার বেআইনি নির্মাণের তালিকা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন। বেআইনি নির্মাণ ভাঙার ব্যবস্থা হবে। তবে বিল্ডিং বিভাগের একাধিক আধিকারিকের বক্তব্য, বেআইনি নির্মাণ কোথায় হচ্ছে, তাদের অনেক সময়ে জানা থাকলেও পরিস্থিতির কারণে বহু জায়গাতেই হাত দেওয়া যায় না।