New Garia-Ruby route metro will start soon, what is the minimum fare on this route?
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : নিউ গড়িয়া থেকে রুবি রুটে মেট্রো চলাচলের অনুমতি মিলল। মেট্রো রেলের পক্ষ থেকে জানা যাচ্ছে এই প্রকল্পের উদ্বোধন চলতি মাসের মাঝামাঝি হবে, এবং যাত্রী পরিষেবা চলতি মাসেই শুরু হবে। সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেট্রো।নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন। সেগুলি হল – কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি।
এই রুটে ভাড়া কত হবে – পাওয়া তথ্য অনুযায়ী
এই রুটে ন্যূনতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা।
নিউ গড়িয়া থেকে রুবি-ভাড়া-২০ টাকা
রুবি থেকে টালিগঞ্জ-ভাড়া-৩৫ টাকা
রুবি থেকে এসপ্ল্যানেড-ভাড়া-৪০ টাকা
রুবি থেকে চাঁদনি-ভাড়া-৪০ টাকা
রুবি থেকে কালীঘাট-ভাড়া-৪০ টাকা
রুবি থেকে দক্ষিণেশ্বর-ভাড়া-৪৫ টাকা
তবে রুবি থেকে টালিগঞ্জ, এসপ্ল্যানেড,চাঁদনি,কালীঘাট,দক্ষিণেশ্বর এই সব রুটে যেতে গেলে যাত্রীদের রুবি থেকে উঠে কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে মেট্রে বদল করতে হবে।
নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথে পরিষেবা শুরু করার জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পাওয়ার পরেও বছর ঘুরে গেলেও চালু হয়নি। কলকাতা মেট্রো মারফত জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে নিউ গড়িয়া-রুবি রুটের মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে পারে।