July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Kolkata metro ভালোবাসার দিনেও ভোগাবে শহরের লাইফলাইন । সরস্বতী পূজার জন্য কোন বাড়তি মেট্রো নয়, জানালো কতৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Additional Metro will not be available on Valentine’s Day and Saraswati Puja.

কলকাতা

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

১৪ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতীপূজা ও ভ্যালেনাইন্স ডে। প্রতি বছরই বাগদেবীর আরাধনার দিন স্কুল-কলেজ- অফিস ছুটি থাকায় তুলনামূলক কম মেট্রো পরিষেবা থাকে। এই বছরও তার অন্যথা হচ্ছে না। সাধারণত প্রতিদিন মেট্রো চলে মোট ২৪০ টি। তবে ওই দিন উত্তর- দক্ষিণ করিডর অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি- সুভাষ রুটে মোট মেট্রো চলবে ২৩৪ টি। ১১৭ টি আপ ও ১১৭ টি ডাউন। যা অন্যান্য দিনের থেকে খানিকটা কম। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তন থাকছে। যদিও দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে অন্যান্য দিনের থেকে একটু বেশি।
মেট্রোর প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত রাখা হচ্ছে:
১ >কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ যাওয়ার সকালের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে।
২>দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫৫ মিনিটে।
৩>দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টায়।
মেট্রোর শেষ পরিষেবার সময় অপরিবর্তিত রাখা হচ্ছে:
৪> দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ২৮ মিনিটে।
৫> কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা 30 মিনিটে।
৬> দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে।
উত্তর- দক্ষিণ করিডর ছাড়াও পূর্ব- পশ্চিম করিডর অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়া আসার মেট্রোর সংখ্যাও কমানো হচ্ছে। মোট ৯০ টি মেট্রো চলবে ওই দিন এই রুটে। ৪৫ টি আপ ও ৪৫ টি ডাউন। কাজের দিনগুলিতে গ্রীন লাইন অর্থাৎ পূর্ব- পশ্চিম রুটে মোট মেট্রো চলে ১০৬ টি।
ব্লু লাইনের মতো গ্রীন লাইনেও মেট্রোর প্রথম ও শেষ পরিষেবা থাকছে অপরিবর্তিত।
১> মেট্রোর প্রথম পরিষেবা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য শুরু হবে সকাল ৬ টা ৫৫ মিনিটে।
২>সল্টলেক থেকে শিয়ালদা যাওয়ার জন্য মেট্রোর প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৭ টায়।
৩> শিয়ালদা থেকে সল্টলেক যাওয়ার জন্য শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯ টা ৩৫ মিনিটে।
৪> সল্টলেক থেকে শিয়ালদা যাওয়ার জন্য মেট্রোর শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে।
এদিন জোকা- তারাতলা অর্থাৎ পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top