Thursday Eid. On that occasion, the authorities are going to make some changes in the Kolkata Metro service.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ইদ। সে উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবায় কিছুটা রদবদল করতে চলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে – ইদের দিনে শিয়ালদহ-সেক্টর ৫ রুট এবং এসপ্ল্যানেড-হাওড়া রুটে কমানো হচ্ছে পরিষেবা। যদিও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা একই থাকছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০টি মেট্রোর পরিবর্তে ওই দিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো চলবে ১২২টি। দুটি মেট্রোর মাঝে সময়ের ব্যবধানও বাড়ানো হচ্ছে। জানা গেছে, ১২, ১৫ ও ২০ মিনিট অন্তত অন্তর চলবে মেট্রো। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে ৬১টি মেট্রো এসপ্ল্যানেড থেকে এবং ৬১টি ছাড়বে হাওড়া ময়দান থেকে। দু’দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫-এ। শিয়ালদহ-সেক্টর ৫ রুটে ১০৬টি মেট্রোর পরিবর্তে ৯০টি মেট্রো চলবে। দিনের প্রথম ও শেষ মেট্রোতে কোনও রদবদল করা হচ্ছে না।
অন্যান্য দিনের মতোই শিয়ালদহ থেকে শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে এবং শেষ গাড়ি ছাড়বে রাত ৯.৩৫ মিনিটে। সেক্টর ৫ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়, এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। দুটি গাড়ির মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিটের।