Kolkata Knight Riders take on Royal Challengers Bangalore at the Eden Gardens on Sunday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নাইট শিবির। গত ম্যাচে একদম ভালো বোলিং হয়নি। যা নিয়ে চিন্তায় থেকেই যাচ্ছেন গৌতম গম্ভীর। ২০০র উপর রান তুলেও তা ডিফেন্ড করা যায়নি। এটাই সবথেকে অস্বস্তির দিক কেকেআর-এর। যদিও শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রমনাদীপ সিংয়ের রানের মধ্যে না থাকাও চিন্তায় রেখেছে গৌতিকে। ঘরের মাঠে খেলা হওয়ায় তাদের আশা হয়তো হাড়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারবে কলকাতা। কারণে আরসিবির বিরুদ্ধে চলতি আইপিএলের ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল রাসেলরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে আরো একবার কলকাতার ভরসা, ওপেনার সুনীল নারিন। যিনি গত ম্যাচে শতরান করেছিলেন। উইকেটও নিয়েছিলেন। তবুও তার দল জিততে ব্যর্থ হয়েছিল। বিরাট কোহলি অবশ্যই চাইবেন এবারের আইপিএলে দলের দ্বিতীয় জয় এনে দিতে। যদিও রিস টোপলি , যশ দয়ালদের যা করুন অবস্থা তাতে নাইটদের এই বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আদৌ তারা সামলাতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।