Kolkata’s cricket lovers were gifted ‘victory’ by Knight Riders on New Year
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে সলিট ধামাকা। ইডেনে সমর্থকদের নববর্ষের উপহার দিল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা। তবে এদিন অনবদ্য বোলিং করেন মিচেল স্টার্চ। ৪ ওভারে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। রামন্দীপ সিং অনবদ্য ক্যাচ ধরে দীপক হুডাকে ড্রেসিং রুমে ফেরান। নিকোলাস পূরান করেন ৩২ বলে ৪৫ রান। অধিনায়ক লোকেশ রাহুল করেন ৩৯ রান। বাদোনি করেন ২৯ রান। কেকেআরের টার্গেট দাড়ায় ১৬২ রান। জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিনের উইকেট দ্রুত হারালেও আরেক ওপেনার ফিল সল্ট রুদ্রমূর্তি ধারণ করেন। ৪৭ বলে ৮৯ রান করেন ইংরেজ ক্রিকেটার তথা নাইট ওপেনার ফিল সল্ট। সেখানে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৮ বলে করেন ৩৮ রান। তবুও ১৫.৪ বলেই জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্সের। লখনউ- এর হয়ে ২ উইকেট নেন মোহসিন খান। পুরোনো দলের বিরুদ্ধে জয় তুলে নিলেন গৌতম গম্ভীর। ৫ ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৮। লিগ টেবিলের ওপরে দিকেই রয়েছে শাহরুখ খানের দল।