Kolkata Knight Riders aiming for a hat-trick of wins
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার বিশাখাপত্তনামে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এখনো পর্যন্ত প্রথম দুটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে গৌতম গম্ভীর-এর দল। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল কেকেআর। পরের ম্যাচে আরসিবিকে হারিয়েছে কলকাতা। গত ম্যাচে আরসিবির মাঠে গিয়ে তাদের হারিয়ে আসায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আন্দ্রে রাসেল, ফিল সল্টরা। গত ম্যাচে রানের মধ্যে ফিরেছেন সুনীল নারিন। বল হাতে ঘূর্ণি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও নজর কেড়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সুনীল নারিনএর মধ্যে অলরাউন্ডারের ভূমিকা খুঁজে পাওয়ায় নাইট শিবিরের ভারসাম্য অনেকটাই বেড়েছে। দিল্লি দলে খালিল আহমেদ, মিচেল মার্শ, অনরিখ নর্টজের মত পেসাররা রয়েছেন। ফলে কলকাতাকে ব্যাটিংয়ের শুরু থেকেই যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। যদিও দিল্লির বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো নাইটদের। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও ম্যাচ যে ৫০-৫০ তা বলা যায়। অধিনায়ক শ্রেয়াস আইয়ার অবশ্যই চাইবেন গত ম্যাচের মত এই ম্যাচেও রানের মধ্যে থাকতে। কারণ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। সেই বিশ্বকাপে সুযোগ পেতে গেলে আইপিএলের এই ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে কলকাতা নাইডার্সের বিরুদ্ধে যেমন খেলতে নামবেন বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা মুকেশ কুমার। তেমনই দিল্লির বিরুদ্ধে খেলতে নামবেন নাইটদের পেসার হার্ষিত রানা। দুই দলই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।