At dharmatola, Lightning strikes the pillar of Metro Mall, the pillar of the mall breaks and pieces of stone fall on the road, panic spreads
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় মেট্রো মলের উপরে বাজ পড়ে ঘটলো বিপত্তি। বাজ পড়ার ফলে ওই মলের পিলারের একটি অংশ ভেঙে নীচে পড়ে। তার ফলে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ ভয় পেয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। মেঘের ঘনঘটায় মনে হচ্ছিল দিনের বেলাতেই সন্ধ্যা নেমেছে। বেলার দিকে একাধিক এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুপুর ১টার কিছু আগে ধর্মতলা এলাকায় বাজ পড়ে। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, ওই বাজ পড়েছে মেট্রো মলের উপরে। বজ্রপাতের কারণে উঁচু পিলারের একাংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে।
মেট্রো মলের ভিতরে অফিসকর্মীরা জানান, আচমকা বাজের শব্দে সকলে চমকে ওঠেন। দেখা যায়, উপর থেকে পাথরের টুকরো ছিটকে পড়ছে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন কেউ কেউ। রবিবার ছুটির দিন হওয়ায় ধর্মতলার রাস্তা তুলনামূলক ফাঁকা থাকে। যানবাহনও কম চলে। তাই খুব বড়সড় বিপদ থেকে রেহাই। সপ্তাহের অন্যান্য দিনে এমন ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে আরও বড় অঘটন ঘটতে পারত।