High Court allowed Ram Puja at Desh Pran Shasmal Park from 10 am to 5 pm
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কালীঘাটে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ও পুজোর অনুমোদনের মামলায় পুলিশ অনুমতি না দেওয়ায় হাই কোর্টে মামলা দায়ের করে কালীঘাট বহুমুখী সেবা সমিতি। বিচারপতি জয় সেনগুপ্ত অনুষ্ঠানের অনুমতি দিয়ে আবেদনকারীকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন। সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত করতে হবে অনুষ্ঠান । দেশ প্রাণ শাসমল পার্কের অর্ধেক টা জায়গা নিয়ে অনুষ্ঠান করতে হবে। তবে ৬০ জন সদস্যর বেশি থাকতে পারবে না। আবেদনকারী আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি আদালতে বলেন রাজ্য পুলিশকে মেলের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য জানিয়েছিলাম । কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় নি। করতে চায় অস্থায়ী মঞ্চ ।সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখানো হবে পূজা ।নেপাল ভট্টাচার্য স্ট্রিট এ অনুষ্ঠানের অনুমোদন চায় মামলা। রাজ্যের আইনজীবী জানায় দেশ প্রাণ সাশমল পার্ক এ এই পূজা হতে পারে ।অন্য কোনো জায়গা নয় । ১৪৪ ধারা জারি আছে কিছু জায়গায় ।সকাল নটা থেকে বিকেল৪টে পর্যন্ত হতে পারে ।তার কারণ এই পার্কে ছেলে মেয়েরা ব্যায়াম করে। পুরসভা জানিয়েছিল আবেদনকারী গত সোমবার মেল মারফত আমাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল।