কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়, দমকল বিভাগের আধিকারিকরা পুরো বিষয়টাই খতিয়ে দেখার চেষ্টা করছেন। কলকাতার বাগবাজার উইমেন্স কলেজের পেছনের একটি বস্তিতে আগুন লাগে। দমকল সূত্রের খবর রাত আটটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তি এলাকা দ্রুত আগুন ছড়িয়ে যেতে না পারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল বিভাগের আধিকারিকরা। আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। দিন কয়েক আগেই কলকাতার বুকে বেলগাছিয়ার মিল্ক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাগবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি দমকল বিভাগের আধিকারিকরা।