Mail threatening to blow up Raj Bhavan, Lalbazar has started investigation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফের বোমাতঙ্ক। বিমানবন্দরের পর এবার রাজভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রাজভবন সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। কলকাতা সহ দেশের ৫৮টি জায়গায় নাশকতার হুমকি দিয়ে ইমেল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার। রাজ্যপাল তড়িঘড়ি ফিরছেন কলকাতায়।
সূত্রের খবর, আগামী ২ মে প্রধানমন্ত্রী মোদি রাজ্যে আসছেন। রাত্রিযাপন করার কথা রাজভবনে। তার আগে এধরনের হুমকি মেল চিন্তা বাড়িয়েছে। মেল পাঠানো হয়েছে নবান্ন, ভারতীয় জাদুঘরেও। এই সমস্ত জায়গায় নাশকতা হবে বলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। মেলগুলি পাওয়ামাত্র তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা শাখা। মেলগুলি কোথা থেকে পাঠানো হয়েছে, আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এর আগে কলকাতা বিমানবন্দরে পর পর দুবার বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেল এসেছে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি। এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় অভিযোগও দায়ের করেছে। স্নিপার ডগ থেকে শুরু করে বম্বস্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।