Knight Riders beat Sunrisers Hyderabad at home Eden Gardens.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: টান টান ম্যাচের ফয়সালা হল শেষ ওভারে। বলা ভালো শেষ বলে। ৪ রানে ঘরের মাঠ ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল নাইট রাইডার্স। জেতা ম্যাচ কঠিন করে কিভাবে জিততে হয় সেটাই দেখল গৌতম গম্ভীরের দল। আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছিল কলকাতার করা ৭ উইকেটে ২০৮ রানের ইনিংস যথেষ্টই ভদ্রস্থ। বিশেষ করে দিলে যখন স্টার্কের মতো বোলাররা রয়েছে। তবে হল একদম আলাদা। রাসেলের অপারাজির ৬৪, ফিল সল্টের ৫৪ আর রমন্দিপের ৩৫ রানের ইনিংস বিফলে চলে যাচ্ছিল আরেকটু হলেই। শুরুর ওভারেই মিচেল স্টার্ককে অ্যাটাক করে সানরাইজার্স ওপেনাররা। শেষ দিকে তার এক ওভারে ২৫ রান তুললেন হেনরিখ ক্লাসেনরা। টানটান থ্রিলারে যবনিকা পতন হল হার্ষিত রানার দৌলতে। শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করতে নেমে ৪ রানে দলকে জিতিয়ে দিলেন রানা। ৪ ওভারে নিলেন ৩ উইকেট। নারিন ব্যাটে রান না পেলেও বল হাতে নিলেন ১ উইকেট, দিলেন কম রান। প্রত্যাবর্তনে ইনিংসে ব্যর্থ নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইডেনে দলের জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন শাহরুখ খান।