List of CPI(M) candidates for 15 constituencies in Kerala released, no compromise with the Congress in Kerala.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই কেরালায় লোকসভার ১৫ আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল। সিপিআই(এম) কেরালা রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন এদিন প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। রাজ্যে মোট আসন ২০। কারা কারা প্রার্থী হলেন দেখে নেওয়া যাক:-
১.প্রাক্তন অর্থ মন্ত্রী টমাস আইজ্যাক (কেন্দ্রীয় কমিটির সদস্য) – লড়বেন পাথনমথিট্টা কেন্দ্র থেকে
২.প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজা(কেন্দ্রীয় কমিটির সদস্য) – লড়বেন ভাড়কারা কেন্দ্র থেকে
৩. এ বিজয়রাঘবন, সারা ভারত খেতমজুর ইউনিয়নের সভাপতি এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য – লড়বেন পালাক্কাদ কেন্দ্র থেকে
৪. এমভি জয়রাজন – লড়বেন কান্নুর কেন্দ্র থেকে
৫. এমভি বালকৃষ্ণন – লড়বেন কাসাড়াগোড় কেন্দ্র থেকে
৬. এলামরাম করিম (সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য) – লড়বেন কোঝিকোড় কেন্দ্র থেকে
৭. কে রাধাকৃষ্ণন (সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য)
৮. জইস জর্জ – লড়বেন ইদুক্কি কেন্দ্র থেকে
৯. এ এম আরিফ – আলাপ্পুঝা কেন্দ্র থেকে লড়বেন
১০. কে জি শাইন – এরনাকুলাম কেন্দ্র থেকে
১১. ভি জয় – অটিঙ্গাল কেন্দ্র থেকে লড়বেন
১২. কে এস হামজা – পোন্নানি কেন্দ্র থেকে লড়বেন
১৩. সি রবীন্দ্রনাথ – চালাক্কুদি কেন্দ্র থেকে লড়বেন
১৪. ভি ভাসিফ – মালাপ্পুরম কেন্দ্র থেকে লড়বেন
১৫. এম মুকেশ – লড়বেন কোল্লাম কেন্দ্র থেকে
কেরালায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় সিপিআই(এম) এবং কংগ্রেস। সিপিআইএম নেতৃবৃন্দ জানিয়ে দেন যে কেরালায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা হচ্ছে না।