Delhi Chief Minister Arvind Kejriwal returned to jail again on Sunday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার ফের জেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শীর্ষ আদালতের তরফে জামিন পেলেও নির্দেশ দেওয়া হয়েছিল লোকসভা ভোটের সপ্তম দফা মিটলেই ফের তাঁকে আত্মসমর্পণ করে জেলে ফিরতে হবে। জামিন আরও সাতদিন বাড়ানোর চেষ্টা করেছিলেন কেজরিওয়াল, সেক্ষেত্রে ফলাফলের দিন পর্যন্ত কর্মিদের পাশে দাঁড়াতে পারতেন। কিন্তু সেই আবেদন খারিজ হতেই রবিবার তাঁকে ফিরতে হয় তিহার জেলে, যেখানে আবগারী দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে তাঁকে থাকতে হয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরেই। রবিবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর দলের কর্মিদের চাঙ্গা রাখতে তিনি বলেন, ২১ দিন সময়ের মধ্যে এক মিনিটও তিনি নষ্ট করেননি। দেশের সেবা করার চেষ্টা করেছেন। তাঁর কাছে দেশ আগে, নিজের দল পরে।