Delhi’s health services remain normal – CM Arvind Kejriwal’s message to Health Minister from ED custody
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর কাছে দিল্লীর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মহল্লা ক্লিনিক গুলোয় পরিষেবা স্বাভাবিক ভাবে চলে। ইডি হেফাজতে থেকেও তার মন্ত্রিসভার সদস্যের প্রতি বার্তা পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভরদ্বাজ এদিন বলেন, মুখ্যমন্ত্রী নিজের কথা ভাবছেন না। তিনি ইডির হেফাজতে থেকেও প্রান্তিক মানুষদের কথা ভাবছেন। রাজ্যের গরীব প্রান্তিক মানুষেরা যাতে মহল্লা ক্লিনিক বা সরকারি হাসপাতাল গুলোয় গিয়ে খালি হাতে না ফিরে আসে। সেই দিকে নজর রাখতে বলেছেন কেজরিওয়াল। দিল্লিতে হাজার হাজার প্রান্তিক মানুষজন আছে যাদের আর্থিক ক্ষমতা নেই, তারা পুরোপুরি এই মহল্লা ক্লিনিক গুলোর ওপর নির্ভরশীল। এর আগে কেজরিওয়াল মন্ত্রিসভার অন্যতম সদস্য অতশীকে বার্তা পাঠিয়েছিলেন , দিল্লিতে কোনও পানীয় জলের সঙ্কট না হয়।গত ২১ মার্চ আবগারি মামলায় ইডি গ্রেপ্তার করে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ’র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। কেজরিওয়ালের গ্রেফতার হওয়ার পরেও আপ নেত্রী অতসী জানিয়ে দেন যে, কেজরিওয়াল পদত্যাগ করছেন না। জেল থেকেই সরকারি দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী জেল থেকেই মন্ত্রিসভার উদ্দেশ্যে একের পর এক নির্দেশ পাঠাচ্ছেন কেজরিওয়াল।