Kaustav pulled Abhishek in the contempt of court case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাইকোর্টের রায়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই শুরু হয়ে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ড দিয়ে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের সময় যেমন রাস্তা ঘাটে সব জায়গায় শুধুই পার্থকে নিয়ে আলোচনা হত। তেমনই ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল নিয়ে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে গেছে রাজ্য। শিক্ষা দফতরের তরফে স্থগিতাদেশ চাওয়া হলেও চাকরি বাতিলের নির্দেশে বদল ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, কৌস্তভ বাগচি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাঁর কথার সারমর্ম দাড়িয়েছিল বিজেপিই এখন আইনব্যবস্থা চালাচ্ছে। আদালতও তাঁদের কন্ট্রোলে। বিচারপতিদের নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। এবার তৃণমূলের এই বিদায়ী সাংসদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। হাইকোর্টে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার সঙ্গে অভিষেককেও যুক্ত করতে চলেছেন কৌস্তভ। আদালত অবমাননার একই মামলায় মুখ্যমন্ত্রী ও অভিষেকের বিরুদ্ধে লড়েন তিনি।