Karthik Maharaj sent a letter to Chief Minister Mamata Banerjee to apologize.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চিঠি পাঠালেন কার্তিক মহারাজ। শনিবার আরাগবাগের গোঘাটের সভা থেকে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কয়েকজন সাধু সন্ত রয়েছে যারা নিজেদের কাজ ঠিকভাবে করেননা। তারা আসল সাধু সন্ত নন, এক্ষেত্রে মিশন, ইসকন ও ভারত সেবাশ্রম সংঘেরও নাম জড়িয়ে যায়। তাঁর প্রধান টার্গেটেই ছিলেন বহরমপুরের কার্তিক মহারাজ। সোমবার ফের তাঁর বিরুদ্ধে দাঙ্গা লাগানোর মতো অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এর পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি। নিজের বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তাহলে পাল্টা আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, কার্তিক মহারাজ বিজেপির হয়ে কাজ করেন, তাই তিনি প্রতিবাদ করেছেন।