Brijbhushan Saran Singh’s son and BJP candidate Karanbhushan Singh’s convoy was hit by two bikers killed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উত্তর প্রদেশে বিড়ম্বনায় বিজেপি। আরও একবার শিরোনামের কেন্দ্র বিন্দুতে ব্রিজভূষণ সরণ সিং। যদিও এক্ষেত্রে তিনি নিজে কোনওভাবে জড়িত নন, তবে তার ছেলে তথা বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। এবারের কুস্তিগিরদের ওপর যৌন নির্যাতন কাণ্ডে নাম জড়ানো ব্রিজভূষণ সরণ সিংকে টিকিট না দিয়ে, তার পুত্রকে কাইজারগঞ্জ কেন্দ্র থেকেই প্রার্থী করেছিল বিজেপি। আশা করা হয়েছিল, কিছুটা ড্যামেজ কন্ট্রোল হবে, পাল্টা যে কাজ করল তার ব্রিজভুষণ পুত্রের কনভয়ের গাড়ির ড্রাইভার, তাতে ফের বিতর্ক বাড়ল। দুই বাইকআরোহীর মৃত্যুর পাশাপাশি আরও একজন আহত বলে জানা গেছে। কনভয়ের গাড়ির গতি এতটাই জোরে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধার দিয়ে যাওয়া গাড়িকেই নাকি ধাক্কা মারে কনভয়ের সেই গাড়ি। দুজনের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়ায়, চালককে গ্রেফতার করে পুলিশ।