Three people, including two children, were injured car accident, at Kankurgachi. A child died in hospital on Saturday morning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে ফুটপাথে গাড়ি উঠে জখম হয় দুই শিশু সহ তিনজন। এক জনের মৃত্যু হল হাসপাতালে। শনিবার সকালে ওই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকায় খবর পৌঁছতেই স্থানীয়েরা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তার উপর কিছু ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শুক্রবার বিকেলে কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে মানিকতলা মেন রোড দিয়ে যাচ্ছিল একটি চার চাকার নীল গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে এবং ফুটপাথে উঠে যায়। সেই সময় ফুটপাথে খেলা করছিল কয়েক জন শিশু। এই ঘটনায় দুই শিশু-সহ মোট তিন জন জখম হন। শিশু দু’টির অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদের মধ্যে অঙ্কিত সাউ নামের ছ’বছরের শিশুর মৃত্যু হয়েছে শনিবার সকালে। এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রিয়া ঘোষ। তার বয়সও ছ’বছর।
পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন অভিষেক সুলতানিয়া নামের এক ব্যক্তি। তাঁকে শুক্রবারই ধরেছিল পুলিশ। অভিষেক দাবি করেছিলেন, গাড়ি চালাতে চালাতে তাঁর চোখ বুজে এসেছিল। শুক্রবার দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ এলাকায় অবরোধ চলে। বিক্ষুব্ধ জনতা ওই গাড়িটি ভাঙতে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি গৌরব লাল। তবে শনিবার শিশুর মৃত্যুর খবর পেয়ে এলাকার পরিস্থিতি আবারও বেসামাল হয়। স্থানীয়েরা আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।