BJP candidate Kangana is playing politics with Netaji’s name in the polls, Netaji’s family members are upset.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম, যা নিয়ে বেজায় বিরক্ত তার পরিবারের সদস্যরা। কয়েকদিন আগেই বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত দাবি করেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কারোরই বুঝতে বাকি নেই বিষয়টি নিয়ে ভোটের ময়দানে রাজনীতি করতেই এমন বক্তব্য রেখেছিলেন। পাশাপাশি গান্ধী পরিবারকে ছোট করে দেখাতেই ছিল তার এই প্রচেষ্টা। অভিনেত্রীর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অতীতে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতীয়দের মধ্যে গান্ধীজি এবং নেতাজিকে নিয়ে একটা আলাদা আবেগ কাজ করত। তবে রাজনৈতিক স্বার্থে কেউই তাদের মিলিয়ে ফেলতেন না। কঙ্গনার মন্তব্যের পরই নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু জানান, ‘এভাবে একজন স্বাধীনতা সংগ্রামির নাম রাজনীতিতে টেনে আনা উচিত না। সকলেই জানেন কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং সকলেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের কাছে ঠিক কি? ফলে এখন রাজনীতির স্বার্থে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম টেনে আনা উচিত না। উল্লেখ্য অতীতে বহু বারই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনাকে