Kangana is BJP’s candidate for Lok Sabha from Mandi in Himachal.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হিমাচলের প্রদেশের মান্ডি সংসদীয় আসন থেকে কঙ্গনা রানাউতকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ইতিমধ্যেই নিজের কেন্দ্র মান্ডিতে প্রচার শুরু করে দিয়েছেন কঙ্গনা। বলিউড হোক কিংবা দেশের রাজনীতি নানান বিতর্কে জড়িয়ে থাকেন ক্যুইন কঙ্গনা।
রাজনীতিতে পা দিয়েই কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন, পর্দার বাইরেও তিনি ‘মণিকর্নিকা’। কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কঙ্গনার কথায়, মানুষের সেবা করাই তাঁর ধর্ম। ২০ বছর ধরে সিনেমার জগতে রয়েছেন। সুন্দর জীবনযাপন অতিবাহিত করেছেন। তাই এবার সাধারণ মানুষের জন্য কিছু করার সময় এসেছে। ভগবান সুযোগ দিয়েছেন, তার সৎ ব্যবহার করেছি। বিজেপিতে যোগ দিয়ে মানুষের সেবা করায় উদ্দেশ্য।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিজের ব্যক্তিগত স্বার্থ এবং সাধপূরণ করতেই কঙ্গনা রাজনীতিতে এসেছে।