Kanchan-Shrimayi’s first Aiburo Vaat, what was on the menu?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ৬ মার্চ রীতি মেনে ঘটা করে বিয়ে হবে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ইতিমধ্যেই দুই পরিবারের মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথম আইবুড়ো ভাতও খেয়ে ফেললেন কাঞ্চন ও শ্রীময়ী। শহরের এক রেস্তরাঁয় শ্রীময়ী ও কাঞ্চনের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়ো ভাতের পর্ব। কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া সারলেন শ্রীময়ী ও কাঞ্চন
কি কি ছিল মেনুতে দেখে নেওয়া যাক-কাঞ্চন ও শ্রীময়ীর আইবুড়ো ভাতে ছিল একটি বিশেষ থালি। কাঁসার থালায় সাজানো লুচি, আলুর দম, পাঁচরকম ভাজা, পোলাও, মাছ, মাছের মাথা,ডাব চিংড়িও, ডাল, চাটনি, দই, মিষ্টি।
পারিবারিক অনুষ্ঠানে ঘরোয়াভাবেই শ্রীময়ী চট্টরাজের ছাদনাতলায় বসছেন কাঞ্চন মল্লিক।বিয়ে-রিসেপশন একদিনেই সারছেন তাঁরা। আয়োজনও এলাহি। তবে কড়া নিরাপত্তা থাকছে বিশেষ করে মিডিয়ার জন্যে। মিডিয়ার প্রবেশের অনুমতি নেই,বলে জানালেন শ্রীময়ী। এত ‘রাখঢাক’ কেন? শ্রীময়ী জানালেন তারকা বিধায়কের মোটেই পছন্দের নয় এই বিষয়টি।আগের বউয়ের সঙ্গে ডিভোর্সের মামলা রফা হতেই বিশেষ বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। বাকি অনুষ্ঠান আগামী ৬ মার্চ।