“The biggest broker of BJP in the state is Adhir Chowdhury” – said Kalyan Banerjee
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে থাকাকালীন প্রায় প্রতিটা সভায় সিপিএম কে এরাজ্যে বিজেপির সবচেয়ে বড় দালাল বলে অভিহিত করেছিলেন। শনিবার দুপুরে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় অবশ্য রেড রোডের ধরণা মঞ্চ থেকে অধীর চৌধুরী কে এরাজ্যে বিজেপির সবচেয়ে বড় দালাল বলে অভিহিত করলেন।এদিন কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লিতে থাকাকালীন অনেক সময় দিল্লির কংগ্রেস নেতাদের সঙ্গে আমার কথা হয়। সেই সময় আমি তাদের বারবার একটা কথা বলেছি, পশ্চিমবঙ্গে কংগ্রেস কে তুলে দেওয়ার জন্য একমাত্র যদি কেউ দায়ী থাকে তাহলে তার নাম অধীর চৌধুরী। অধীর চৌধুরীই এরাজ্যে বিজেপির সবচেয়ে বড় দালাল।” এরপরেই তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর অধীর চৌধুরী আর লোকসভায় যাবে না। তাঁকে আমরা যেতে দেবো না।” কল্যান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ এই পশ্চিমবাংলায় খানদানি বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যদি কিছু থেকে থাকে তাহলে তার নাম কংগ্রেস।”