Hemant Soren’s wife Kalpana in the field of politics
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে জেলে রয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অরবিন্দ কেজরিওয়ালের মতোই তারও ঠাঁই হয়েছে শ্রীঘরে। কিন্তু তাতে কি? ঝাড়খণ্ডের শাসক দল জানিয়ে দিল তাদের দলের তরফ থেকেই আগামী উপনির্বাচনের প্রার্থী হতে চলেছেন তার শ্রী কল্পনা।
গিরিডির গান্দোয়া বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে চলেছেন তিনি। এই মুহূর্তে জমি দুর্নীতি কান্ডে জেলে রয়েছেন হেমন্ত সোরেন। যদিও ঝাড়খন্ড মুক্তি মোর্চা তাতে বিচলিত না হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে।ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিধায়ক সরফরাজ আহমেদ এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন। কিন্তু পরে তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় এই আসনটি এই মুহূর্তে ফাঁকা রয়েছে। লোকসভা ভোটের সঙ্গে এই আসনে উপনির্বাচন হতে চলেছে। আর সেখানেই হেমন্তপত্নী দাঁড়াতে চলেছেন ঝারখান্ড মুক্তি মোর্চার হয়ে। রাজনীতিতে কল্পনা সোরেন একদমই বেমানান। এর আগে কখনোই রাজনীতির পরিসরে আসেননি। পড়াশোনায় খুবই মেধাবী। পাস করেছেন এমটেক এবং এমবিএ। কিন্তু স্বামী জেলে যাওয়ার পরই তার কাঁধে উঠে এসেছে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার গুরু দায়িত্ব। নিজের সাংসার জীবনের মতই রাজনৈতিক জীবনে সফল হতে মুখিয়ে রয়েছেন কল্পনা।