December 2, 2024 5:10 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 2, 2024 5:10 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Kalinga Super Cup: রবিবার সুপার কাপ ফাইনাল, ট্রফি জয়ের লক্ষে ইস্টবেঙ্গল

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#football#East Bengal#super cup#

East Bengal will take on Odisha FC in the Super Cup final at the Kalinga Stadium on Sunday.

দেশ

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গল। সুপার কাপ ফাইনাল অনেকটা ইস্টবেঙ্গলের কাছে আওয়ে ম্যাচের মতো। কারণ ওড়িশা ম্যাচ খেলবে তাদের মাঠে, ফুল হাউস দর্শকের সামনে। চেনা পরিবেশে। সেখানে ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে আওয়ে ম্যাচের মতোই। কিন্তু ইশ্বর সর্বদা সাহসীদের সঙ্গেই থাকে। এই পন্থাই অবলম্বন করে ওড়িশার বিপক্ষে এবারের সুপার কাপে নিজেদের ছন্দ বজায় রাখতে চাইছে লালহলুদ বাহিনি। এতদিন লালহলুদ মানে ছিল কার্লেস কুয়াদ্রাত। কিন্তু এবারের সুপার কাপ একই সঙ্গে মাঠের ভিতরেও দুই নেতার জন্ম দিয়েছে। একজন ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভা। যিনি দু মরসুমেই লালহলুদ আক্রমনভাগের সেরা অস্ত্র। অপরজন ডিফেন্ডার হিজাজি মাহের। মাত্র কয়েকদিনেই ঘরের ছেলে হয়ে উঠেছেন জর্ডনের এই ফুটবলার। আক্রমন আর রক্ষণে এই দুই ফুটবলার ছন্দে থাকলে সুপার কাপ আসবে কলকাতাতেই। ওড়িশার মাটিতেও উড়িয়ে দেওয়া যাবে সার্জিও লোবেরার দলকে। শেষবার ২২ ডিসেম্বর রয় কৃষ্ণাদের মুখোমুখি হয়েছিল আইএসএলে। সেই ম্যাচ গোলশুন্য ড্র হয়েছিল। সেবারের থেকে এবারের ইস্টবেঙ্গল আরও অনেক বেশি সংগঠিত এবং সঙ্গবদ্ধ। তাই কাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন ফুটবলাররা। একটা বিষয় তাড়াও নিশ্চিন্ত, দল চাপে পড়লে কোচ কার্লেস কুয়াদ্রাত ঠিক তার অভিজ্ঞতায় এসকেপ রুট বেড় করে আনবেন। এই ভরসাটাই ফুটবলারদের থেকে আদায় করতে পেরেছেন কার্লেস কুয়াদ্রাত। ওড়িশাকে ম্যাচের আগে যথেষ্ট সমীহই করছেন কার্লেস,ক্রেসপোরা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top