Carles wants to dominate midfield early to stop Roy Krishna-Diego Mauricio in Sunday’s match
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : রবিবার ম্যাচে রয় কৃষ্ণা-দিয়েগো মরিসিওদের আটকাতে মাঝমাঠ শুরুতেই দখলে নিয়ে নিতে চান কার্লেস। কারণ ওড়িশার মাঝমাঠে আহমেদ জাহু মুলত ফাইনাল বলগুলো বাড়িয়ে থাকেন। ফলে তার থেকে বল সাপ্লাই কেটে দিলেই কাজটা কঠিন হয়ে যাবে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের কাছে। তাই মাঝমাঠে সাউল ক্রেসপোর ওপর দায়িত্ব বর্তাচ্ছে আহমেদ জাহুর চেনা খেলা রোখার। উইংয়ে মহেশ, নন্দকুমারকেও কোচ বলেছেন ডিফেন্সে নেমে এসে সাহায্য করতে। কারণ ওড়িশা দল একসঙ্গে ৫-৬ জন আক্রমন করে। ট্রফির খরা কাটাতে গেলে সাবধানী এবং সাহসী দুই থাকতে হবে। ডুরান্ড ফাইনাল জেতা হয়নি, সুপার কাপ জিতেই দেশের সেরা হওয়ার লক্ষ্যে লালহলুদ। আইএসএল, ডুরান্ডের পর সুপার কাপও বাংলা আসুক, আশায় ফুটবলমহল। লাল হলুদের ভারতীয় ব্রিগেড, বিশেষ করে সায়ন এবং নন্দকুমারের দিকে নজর থাকবে এই ম্যাচে। দুজনেই তারা শেষ কয়েকটি ম্যাচেই দলকে ভরসা দিয়েছেন। ফাইনাল খেলার আলাদা চাপ থাকে, তাই ম্যাচের আগে ফুটবলারদের যত সম্ভব কুল রাখার চেষ্টা করছে কোচিং স্টাফরা। ইতিমধ্যে কলকাতা থেকে লালহলিদ শীর্ষ কর্তারা পৌঁছে গেছেন ওড়িশায়, দলকে উদ্বুদ্ধ করতে। এখন দেখার ওড়িশার ডেরায় স্প্যানিশ মগজাস্ত্রের লড়াইয়ের শেষে কার মুখে ফোটে শেষ হাসি।