Sujaykrishna Bhadra ‘not medically fit’, ED does not object to health report
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : নিয়োগ দুর্নীতি কাণ্ডের আরেক কান্ডারি হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালিঘাটের কাকু। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। ধৃত জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে হাই কোর্টে এস এস কে এম হাসপাতালের দেওয়া মেডিক্যাল রিপোর্টে আপত্তি করল না ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুজয়কৃষ্ণের জামিনের মামলায় জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের প্রেক্ষিতে মেডিক্যাল রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি ঘোষ।
সোমবার রিপোর্ট পেশ করে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে সুজয়কৃষ্ণ ভদ্রে ‘মেডিক্যালি ফিট’ নন। এছাড়া এদিন সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, শারীরিক অবস্থা ভালো নয়। হার্টের অবস্থা ভালো নয়, তাই চিকিৎসার প্রয়োজন। এই পরিস্থিতিতে জামিন দিলে বাড়িতে রেখে চিকিৎসা করানো সম্ভব হবে। বিচারপতি ইডির কাছ থেকে জানতে চান, এই মেডিক্যাল রিপোর্টের তারা আপত্তি করবে কি না। কিন্তু ইডি কোনও আপত্তি জানায়নি। কালিঘাটের কাকুর দাবি, তিনি গত ৮ মাস ধরে জেলে রয়েছেন। ফলে জামিন পেলে তদন্তে কোনও অসহযোগিতা হবে না। ফের বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।