Now healthy, Kabir Suman returned home from Hospital
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অবশেষে কবীর সুমন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। শোনা গিয়েছিল যে, হাসপাতালে বেশিদিন থাকলে সংক্রমণের আশঙ্কা ছিল। সেই জন্যই সুমনকে বাড়িতে পাঠানো হয়েছে। গত শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে শিল্পীকে এমনটাই চিকিৎসকদের পরামর্শ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ খেতে হবে তাঁকে।
গত ২৯ জানুয়ারি কবীর সুমনকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। প্রথমে জানা গিয়েছিল, শিল্পীর বুকে সংক্রমণ রয়েছে। পরে সুমন নিজে ফেসবুকে লেখেন, “শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছেন মেডিকেল কলেজে।
সুমনের চিকিৎসার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। ১লা ফেব্রুয়ারি তাঁকে দেখতে মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি চলে গেলেও মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা এখনও কবীর সুমনের স্বাস্থ্যের খবরাখবর রাখছেন বলেই খবর।