K. Kavitha sent to 14 days jail in Excise corruption case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে ১৪ দিনের জেল হেফাজত। জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির বিশেষ ইডি আদালত। মঙ্গলবার আদালতের এই নির্দেশের ফলে আগামী ৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে টিআরএস নেত্রীকে। গত ১৫ মার্চ ইডি গ্রেপ্তার করে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে কে. কবিতা কে। এই তদন্তেই দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আপ’ নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কবিতা তেলেঙ্গানার বিধান পরিষদের সদস্য। সূত্র অনুযায়ী, ঘনিষ্ঠদের বেনিয়মে দিল্লি আবগারি লাইসেন্স পাইয়ে দিতে সাহায্য করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এমনটাই অভিযোগ ইডি’ র এই তদন্তেই এর আগে গ্রেফতার করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে। ইডি’র অভিযোগ আপ এর বিরুদ্ধে – অবৈধ প্রক্রিয়ায় আবগারি নীতিতে বেআইনি ব্যবসায়ীদের মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে।