Delta Jutmill in Howrah: FIR within minutes of OC summons! SFIO orders probe.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :
আদালতে হাজিরা দিলেন হেয়ার স্ট্রিট থানার ওসি সুমিত দাশগুপ্ত। ওসি আগেই fir দায়ের করে দেওয়ায় তাঁকে সাধুবাদ জানান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানার অফিসার ইনচার্জের উদ্দেশ্যে বলেন পুলিশ কথা সময়ে কাজ করে দেওয়ায় আদালত খুশি। আমার পুলিসের উপর সম্পূর্ণ আস্থা আছে। এককভাবে কোন পুলিশ খারাপ নয়। পুলিশ কে যদি কাজ করতে দেয়া হয় তাহলে নিশ্চই ভালো কিছু হতে পারে । দরিদ্র শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে যে ভাবে প্রতারণা হয়েছে, তাতে আদালত চুপ করে বসে থাকতে পারে না। পুলিশ শুধু একটা এফআইআর করে দিলে ইডি তদন্ত শুরু করতে পারে। যদি গরিব মানুষগুলোর কোন উপকার হয় তাহলে এটাই তো আমাদের কত্বব্যিয় মধ্যেই পরে।
অন্য দিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক রিপোর্ট জমা দিল SFIO। হেয়ার স্ট্রিট থানার OC কে আদালতে তলব করতেই SFIO অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করল পুলিশ। SFIO আইনজীবীকে WHATSAPP করে জানিয়ে দিল থানা। FIR দায়ের হতেই ইডিকে তদন্ত শুরুর নির্দেশ বিচারপতির।বিচারপতির পর্যবেক্ষণ আশা করি SFIO তাদের কাজের সুনামের উপরে সুবিচার করবেন। এবং যথাযথ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেবে।