BJP leaders Subvendu Adhikari and Abhijit Gangopadhyay are targeted by unemployed candidates
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ময়দানে কিছুটা স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। এতদিন আদালতের রায়ের জেরে কার্যত সব কিছুই নেতিবাচক হচ্ছিল রাজ্যের শাসক দলে। কিন্তু এবার পাল্টা চাপ দেওয়ায় রাস্তায় হাঁটল তাঁরা। সরাসরি তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন চাকরিহারা প্রার্থীরা শুরু করলেন অনশন। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই অনশন শুরু করা হয়েছে। যোগ্য হওয়া সত্বেও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারিদের জন্যই তাঁদের চাকরি হারাতে হয়েছে বলে অনশন শুরু করলেন তাঁরা। বর্তমানে তমলুকে যিনি বিজেপি প্রার্থী সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই এই দুর্নীতির মামলা চলছিল। তাঁর হস্তক্ষেপেই অনেক দুর্নীতি ফাঁস হয়। কিন্তু সেখানে যে যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরি যাবে, তা ভাবতে পারেননি অনেকে। সেটা হতেই এবার তমলুকেই তাঁরা অনশন আন্দোলন শুরু করে দিল।