Jesus Sengupta in Burj Khalifa, the whole world witnessed, proud Bengal and Bengalis
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : যীশু সেনগুপ্তকে এখন শুধু বাংলা ছবিতে দেখা যায় না। যীশু এখন অলরাউন্ডার বলা যেতেই পারে। এখন জাতীয় স্তরের অভিনেতা হয়ে উঠেছেন যীশু। এবার সেই অভিনেতার মুকুটেই জুড়ল নতুন পালক। বুর্জ খালিফায় ভেসে উঠল যিশু সেনগুপ্তর মুখ। এই প্রথম কোনও বাঙালি অভিনেতাকে দেখা গেল বুর্জ খালিফার গায়ে। যিশু সেনগুপ্তর মুখ শুধু নয়, পাশাপাশি দেখা গেল সলমন খান, সোহেল খান, আল্লু অর্জুন, সোনু সুদদেরও। গোটা ঘটনার সাক্ষী থাকলেন যিশু খোদ।আর সেই ঝলক যখন সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি, অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। বাংলা এবং বাঙালিরা গর্বিত যিশু সেনগুপ্তকে নিয়ে।
বুর্জ খালিফায় CCL অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগের দশম মরশুমের ঝলক উন্মোচিত হল। সেলিব্রিটি ক্রিকেট লিগ হল ভারতের একমাত্র ক্রীড়া লিগ, যা চারটি ভিন্ন ভাষার দুশোর বেশি অভিনেতাকে একত্রিত করে।২৩ ফেব্রুয়ারি শারজাহতে লিগ শুরু হবে।সেখানেই বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে পৌঁছে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত।