12 people died in a train accident in Jharkhand’s Jamtara, one was crushed by the train. The number of injured in the incident is high.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের জামতারা স্টেশনে ১২ জনকে পিষে দিল ট্রেন। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার কার্যে নেমেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। আহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়,
স্থানীয় সূত্রে খবর,বুধবার ঘড়ির কাঁটায় ৮.৩০মিনিটেআচমকাই কিছু বুঝে ওঠার আগেই ঝাড়খণ্ডের জামতাড়ার কলঝারিয়া স্টেশনের কাছে। ট্রেনের ধাক্কায় ১২জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। আহতের সংখ্যা অনেক।ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
স্টেশনে সেই সময় উপস্থিত যাত্রীরা জানিয়েছেন ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় ওই ট্রেনের যাত্রীদের মধ্যে। আগুনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় পাশের লাইনে চলে আসে ঝাঁঝা-আসানসোল এক্সপ্রেস। তখনই ওই যাত্রীদের পিষে দেয় ট্রেনটি। জামতারার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। উদ্ধারকাজ চলছে।