Game over! Champai Soren won the trust vote as the Chief Minister of Jharkhand
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
২৮৮ ঘণ্টার মধ্যেই খেলা শেষ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে আস্থাভোটে জয়ী হলেন চম্পাই সোরেন। গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকেও। তার পরেই ঝাড়খণ্ডের রাজনীতিতে শুরু হয় দোলাচল। কংগ্রেস, আরজেডি ও অন্যান্য জোটসঙ্গীদের সম্মতিতে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। হেমন্তের ইস্তফার ৩৬ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই।
সোমবার দীর্ঘ টানাপোরেনের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে আস্থাভোটে জয়ী হলেন চম্পাই সোরেন। মুখ্যমন্ত্রীর পক্ষে ৪৭ জন বিধায়কের সমর্থন দিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে বিরোধিতা করেছেন ২৯ জন বিধায়ক