Trinamool Congress MLA Jeevan Krishna Saha finally got bail.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরের নাম জড়িয়েছিল তাঁর। মানিক ভট্টাচার্যের পাশাপাশি এই বিধায়ককেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। পরিস্থিতি জটিল হয়ে ওঠে, কেন্দ্রীয় এজেন্সিকে দেখে মোবাইল জলে ছুঁড়ে ফেলায়। ধরেই নেওয়া হয়েছিল তাঁর বিরুদ্ধে দুর্নীতিতে মিলডম্যান হওয়ার যে অভিযোগ উঠেছিল তা সত্যি। কিন্ত এখনই তাঁর বিরুদ্ধে দোষ প্রমান করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি। কান্দির বাড়ির পিছনের পুকুরে নিজের মোবাইল ফোল ছুঁড়ে ফেললেও জল থেকে তা বার করেছিল সিবিআই। এরপর সেখান থেকে বেশ কয়েকটি কথোপকথনের রেকর্ড সামনে আসে। তা কাজে লাগিয়েই তাঁর বিরুদ্ধে সওয়াল করেন সিবিআইয়ের আইজীবীরা। কিন্তু প্রসন্ন রায়ের সঙ্গে যোগাযোগের অভিযোগ থাকা জীবনকৃষ্ণ সাহার আইজীবীরা দাবি করেন অনেকদিন হয়ে গেছে, প্রসন্ন রায়ও বাইরে, তাহলে কেন জীবনকৃষ্ণকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত জামিন পান এই বিধায়ক।