The star couple Jeetu-Navneeta got legally divorced
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আইনত বিবাহ বিচ্ছেদ ঘটেছে জীতু কামাল এবং নবনীতা দাসের। তাঁরা এখন নিজেদের জীবনে ব্যস্ত। তবে মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা যায় ‘অপরাজিত’ অভিনেতা জীতু কামালকে। একে অপরের মান-অভিমান দূরে সরিয়ে দিয়ে সংসার জোড়া লাগাবেন জীতু-নবনীতা, এমনটাই ভেবেছিলেন অনেকে।। তবে শেষ রক্ষা হলো না। আইনি পথে আলাদা হয়ে গিয়েছেন টলিউডের তারকাদম্পতি।
গতবছর ২০২৩-এ জুন মাসে ফেসবুকে বিবাহ বিচ্ছেদের কথা লিখে শোরগোল ফেলে দিয়েছিলেন নবনীতা দাস। জীতু কামাল তখন বিদেশে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তারকাদম্পতির বৈবাহিক জীবন নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাদের অনুরাগীরা। বিবাহ বিচ্ছেদের পরও মুখে কুলুপ দুই তারকার। তবে জানা গেছে, গত নভেম্বর মাসেই আইনত ডিভোর্স হয়েছে তাঁদের। সূত্রের খবর, গত ১৭ নভেম্বর আইনিভাবে বিচ্ছেদ ঘটেছে তাঁদের। খুব কম শব্দেই সংবাদমাধ্যমের কাছে সেই খবরে সিলমোহর বসিয়েছেন খোদ জীতু কামাল।
টলিপাড়ার অন্দমহল সূত্রে খবর, সংসার ভাঙার পর কোনও এক ব্যবসয়ী বন্ধুকে মন দিয়েছেন নবনীতা দাস। যদিও নতুন সম্পর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি অভিনেত্রী।